প্রদর্শনীবস্তুটির ছিদ্র পথে এক এক করে সব কটি দণ্ড ছিদ্রপথে নিচে ফেলা হল। সব কটি দণ্ড সাথে সাথে নিচে পড়লেও একটি দণ্ড পড়তে বিলম্ব করে।
কারণ : এলুমিনিয়াম টিউবটি এখানে একটি মাত্র পাকের তড়িৎ কুণ্ডলীর মত কাজ করে। ছোট দন্ডগুলির মধ্যে যেটি চুম্বক সেটি নিচে পড়ার সময় কুণ্ডলীর ছিদ্রের মধ্যে জোরালো শর্টসার্কিট এসি কারেন্ট প্রবাহিত হয়। ঐ বিদ্যুৎ প্রবাহ দ্বারা আবিষ্ট চৌম্বক ক্ষেত্রকে বাধা দান করে। ফলে চুম্বকটি নিচে নামতে বিলম্ব হয়।