এ প্রদর্শনীবস্তুটি আলোর প্রতিফলনের জাদুকরী আনন্দ প্রদান করে। আনুভূমিক তলে অসংলগ্ন বস্তু কিভাবে উলম্ব সিলিন্ড্রিক্যাল তলে অর্থপূর্ণ প্রতিবিম্ব গঠন করে তা দেখানো হয়েছে। এ প্রদর্শনীবস্তুটিকে প্রতিফলন বিজ্ঞানের ব্যবহার করতঃ শিল্পকর্ম হিসেবে বিবেচনা করা যায়। এ ধরনের শিল্পকর্ম প্রচেষ্টা ও ভ্রান্ত নীতির আলোকে করা হয়ে থাকে কারণ বিশ্লেষণী নীতি বেশি কষ্টসাধ্য।
This exhibit demonstrates a magical amusement from reflection of light. It is shown how the scattered object on horizontal plane surface forms a meaningful image on vertical cylindrical science of reflection. This type of art is done through the method of trail and error because analytical approach is tedious.