এই প্রদর্শনীবস্তটি কেন্দ্রাতিগবল প্রদর্শন করে। কেন্দ্রাতিগ বল হলো এমন বল, যা ঘূর্ণায়মান বস্তুর ঘূর্ণনের কেন্দ্রে বিপরীত দিকে কাজ করে। নিউটনের তৃতীয় সূত্রের বলজোড় নীতির আলোকে কেন্দ্রাভিক বলের প্রতিক্রিয়া হিসেবে কেন্দ্রাতিগ বলের উদ্ভব ঘটে। ফলে কেন্দ্রাভিক বলের ন্যায় কেন্দ্রাতিগবল বস্তুর ভর ও স্পর্শক বরাবর গতিবেগের বর্গের সমানুপাতিক এবং ঘূর্ণন ব্যাসার্ধের ব্যাস্তানুপাতিক। যখন প্রদর্শনীবস্তুটির ঘূর্ণকটিকে ঘুরানো হয় তখন এর সাথে আবদ্ধ বস্তুটি অক্ষ বরাবর সংকুচিত হয় এবং কেন্দ্রাতিগবলের কারণে নিরক্ষীয় অঞ্চল স্ফীত হয়। সে কারণে, পৃথিবী তার নিরক্ষীয় অঞ্চলে স্ফীত। ফলশ্রতিতে, এটা মনে করা যায় যে, পৃথিবী একদা গলিত ছিল। কেন্দ্রাতিগবল ব্যবহার করে আমরা নিত্যদিনের অনেক কাজ করতে পারি যেমনঃ দুধ থেকে মাখন বের করা। কেন্দ্রাতিগবলের ধারনা হাইগেন্স, নিউটন, লিবনিজ ও হুকের সময়ে থেকে এসেছে যাতে তাঁরা এর উপর প্রাথমিক ধারনা দিয়েছিলেন। অষ্টাদশ ও উনবিংশ শতাব্দীতে প্রসঙ্গ কাঠামোর ঘূর্ণনজনিত কারণে কল্পিত বল বা ছদ্ম বল হিসেবে আধুনিক ধারণা আবির্ভূত হয়েছে।
This exhibit demonstrates centrifugal force. Centrifugal force is such force, which acts outward from the centre of rotation of a rotary body. Centrifugal force is arisen from the reaction of centripetal force according to Newton’s third law force pair. So like centripetal force, centrifugal force is proportional to mass and square of tangential velocity and inversely proportional to radius of rotation. When the rotor of the exhibit is rotated, then the object attached to it is shrink along the axis and inflated in equatorial zone due to centrifugal force. That is why; the earth is inflated of her equatorial zone. Consequently, it is thought that once upon a time the earth was molten. Centrifugal force is used in our daily life for different purposes like as: to churn up butter from milk. The conception of centrifugal force has evolved since the time of Huygens, Newton, Leibniz, and Hooke who expressed early conceptions of it. The modern conception as a fictitious force or pseudo force due to a rotating reference frame as described above evolved in the eighteenth and nineteenth centuries.