Wellcome to National Portal
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর দেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ জুলাই ২০২২

পেরিস্কোপ

পেরিস্কোপ হলো কোনো লুক্কায়িত  স্থান থেকে পর্যবেক্ষণের জন্য যন্ত্রবিশেষ। এর সরলতম আকারে এটি ৪৫- ডিগ্রী কোনে প্রতি প্রান্তে  পরস্পরের সাথে সমান্তরালে স্তাপিত দর্পণসহ একটি নল দ্বারা গঠিত। এই আকারের পেরিস্কোপ  দুইটি সরল লেন্স সংযোজনসহ বিশ্বযুদ্ধ -১ চলাকালীন সময়ে পরিখা থেকে  পর্যবেক্ষণের  কাজে ব্যবহৃত হয়।  সামরিক ব্যক্তিরাও কতিপয় তোপ মঞ্চে এবং সাঁজোয়া গাড়িতে পেরিস্কোপ ব্যবহার করেন। অধিকতর জটিল পেরিস্কোপ দর্পণের পরিবর্তে প্রিজম ব্যবহার করে এবং বিবর্ধন প্রদান করে, ডুবোজাহাজে কাজ করে। চিরায়ত ডুবোজাহাজ পেরিস্কোপের সামগ্রিক ডিজাইন খুব সরল দুইটি দুর্বীণ একে অপরের দিকে তাককৃত। যদি দুইটি দুর্বীণের পৃথক নিজস্ব বিবর্ধন থাকে। তাদের মধ্যকার পার্থক্যটি বিবর্ধন বা সংক্ষেপণ ঘটায়।

This exhibit demonstrates the refection properties of light to see an object over a wall. A periscope is an instrument used for observation from a hidden place. In its simplest form, it consists of a tube with mirrors placed parallel to each other at a 45-degree angle. Periscope of this size was used for observation from the trenches during World War I with the addition of two simple lenses. Military personnel also use periscopes on some artillery stages and in armored vehicles. The more complex periscope uses prisms instead of mirrors and provides magnification, operating in submarines. The overall design of the classical submarine periscope is two very simple telescopes aimed at each other. If two binoculars have separate magnification of their own. The difference between them is magnification or contraction.