অবতল দর্পণটির খুব কাছে মুখ এনে দর্শক চোখের বিবর্ধিত প্রতিবিম্বের দিকে নজর করলে অক্ষি গোলকের ঠিক মাঝখানে একটি গোলাকার রন্দ্র দেখা যাবে। এবার নবটি ঘুরিয়ে উপরে আলোর উজ্জ্বলতা পরিবর্তন করে দেখলে দর্শকের চোখের রন্দ্র পথটি আলোর উজ্জ্বলতা কমার সাথে সাথে বাড়ছে আবার উজ্জ্বলতা বাড়লে ছোট হয়ে যাচ্ছে।
কারণ: চোখের ঐ রন্দ্র পথটির নাম আইরিস।আমাদের চোখের ব্যবস্থাটি ক্যামেরার অ্যাপারচার নিয়ন্ত্রণ ব্যবস্থার মত কাজ করে। অল্প আলোতে দেখার জন্য ঐ রন্দ্রটি বড় হয়ে ওঠে ফলে বেশি আলো চোখের মধ্যে প্রবেশ করে দেখার সুবিধা হয়।
Bring your face close to the concave mirrors and look at the enlarged images of your eyes. You will find a small opening at the centre of your eyeball. Now adjust the intensity of the light above with the help of the knob. Observe that the circular opening in your eye enlarges as the intensity of light diminishes and shrinks at the light becomes stronger.
This central opening in your eyes is called the iris. It behaves like the aperture control mechanism of a camera. In dim light the iris of your eye opens up to allow more light to see whereas in strong light it shrinks to protect your sensitive retina from excessive light.