Wellcome to National Portal
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর দেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ মে ২০২২

বহুপুরাতন মুদ্রণ যন্ত্র

 

১৪৪০ সালে জোহানেস গুটেনবার্গ নামক একজন জার্মান স্বর্ণকার মুদ্রণ যন্ত্র উদ্ভাবণ করেন। ১৪৫০ সালে তিনি প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন এবং ১৪৫৫ সালে প্রথম বই হিসেবে বাইবেল ছাপা হয়। পরবর্তীতে ছাপাখানার উন্নতি হতে শুরু করে। ১৮২২ সালে ব্রিটেনের আর ডব্লিউ কোপ এসবিয়ন প্রেস তৈরি করেন। যার একটি বর্তমানে জাতীয় জাদুঘরে রক্ষিত আছে। ১৮৯৩ সালে উক্ত যন্ত্রের একটি উন্নত সংস্করণ হিসেবে এই মুদ্রণযন্ত্রটি বর্তমানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে  প্রদর্শিত হচ্ছে।

                 

             

The printing press was invented by the German Johannes Gutenberg, a goldsmith by profession , around 1440. In 1450 he opened first printing house and first book the Bible was printed in 1955. Then the printing houses were started to be developed. In 1822, R .W. Cope Asbion manufactured the printing presses. One of them preserved in National Museum . In 1893 as a developed edition, this old printing press is being demonstrated in National Museum of Science and Technology.