Wellcome to National Portal
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর দেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ মার্চ ২০২৫

বিজ্ঞান ক্লাব নিবন্ধনে পালনীয় শর্তসমূহ

 

১। নিবন্ধনের জন্য ক্লাবের নিজস্ব প্যাডে আবেদন করতে হবে। আবেদনের সময় প্রতিষ্ঠাকাল থেকে ক্লাবের কার্যক্রমের উপর একটি তথ্য নির্ভর বাস্তব প্রতিবেদন জমা দিতে হবে।

২। বিজ্ঞান ক্লাব নিবন্ধনের জন্য অফিস/কক্ষে চেয়ার-টেবিল ও আসবাবপত্র থাকতে হবে।

৩। যে-জেলায়/উপজেলায়/পৌরসভা/ইউনিয়নে বিজ্ঞান ক্লাব প্রতিষ্ঠিত হবে সে জেলার সরকারী/বেসরকারী স্কুল ও কলেজের প্রধান/সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কাউন্সিলর/পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-এর নিকট থেকে ক্লাবের অস্তিত্ব ও কার্যক্রম সম্পর্কিত প্রত্যয়নপত্র নিতে হবে। প্রত্যয়নপত্র অবশ্যই ক্লাব নিবন্ধনের সময় জমা দিতে হবে।

৪। বিজ্ঞান ক্লাব নিবন্ধনের জন্য ক্লাবের নামে ব্যাংক একাউন্ট থাকতে হবে।

৫। বিজ্ঞান ক্লাব নিবন্ধনের সময় আবেদনপত্রের সাথে ক্লাবের সাংগঠনিক কাঠামো/গঠনতন্ত্র এর ফটোকপি এবং সংস্থার নিয়ম-কানুন ও নির্দেশিকা মেনে চলার বিষয়ে একটি অঙ্গীকারনামা দিতে হবে।

৬। বিজ্ঞান ক্লাব যে এলাকায় প্রতিষ্ঠিত/স্থাপিত হবে সে এলাকার বিশ্ববিদ্যালয় শিক্ষক/সরকারী/বেসরকারী স্কুল ও কলেজের প্রধান/ সিটি কর্পোরেশনের কাউন্সিলর/পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবেন বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা।

৭। বিজ্ঞান ক্লাব নিবন্ধনের জন্য অনলাইন পেমেন্ট সিস্টেম “একপে” এর মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধপূর্বক আবেদন অনলাইনের মাধ্যমে জমাদান করতে হবে।

৮। বিজ্ঞান ক্লাব নিবন্ধনের মেয়াদ ৫ (পাঁচ) বছর পর্যন্ত বলবৎ থাকবে। পরবর্তীতে নবায়ন করা যাবে।

৯। নিম্নোক্ত লিংক’এ প্রবেশের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে।

  https://license.most.gov.bd/en/services/nmst/science-club-registration

 

 

বিজ্ঞান ক্লাব এর শ্রেণি

 “ক” শ্রেণিঃ কেন্দ্রীয় ক্লাব (যে ক্লাবের এক বা একাধিক শাখা রয়েছে)

“খ”- শ্রেণিঃ শাখা ক্লাব (যে ক্লাব কোন কেন্দ্রীয় ক্লাবের শাখা)

“গ”-শ্রেণিঃ একক ক্লাব (যে ক্লাবের কোন শাখা নেই)