প্রদর্শনীবস্তুটির সুইচ টিপে টিউবটির দিকে তাকালে আলো দেখা যাবে না। কিন্তু টিউবটির ভিতর হাত রাখলে আলোতে হাত উজ্জ্বলদেখাবে। শূন্য স্থানে আলো দেখা যায় না। কোন বস্ত্তর উপর আলো প্রতিফলিত হয়ে যখন আমাদের চোখে এসে পৌঁছে তখন আমরা ঐ বস্তুটি দেখতে পাই। এ কারণে বায়ুমন্ডল ছাড়িয়ে উপরে যাবার পর আকাশ কালো দেখায়।
Press the switch and observe whether the light inside the tube can be seen.
Now put your hand inside the tube to see your hand brightly illuminated. Light in space is not visible by itself. One can see light only when it gets reflected from any surface and reaches the eye. This is reason why the space above the atmosphere looks black.