Wellcome to National Portal
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর দেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ জুন ২০২১

ব্যালেন্স টেস্টিং

আপনার দুই হাত দিয়ে প্রদর্শনী বস্তুটির হাতল দুটি ধরে কাঠের পাটাতনের উপর সোজা হয়ে দাঁড়ান। এমনভাবে দাঁড়ান যাতে পাটাতনটি কোন দিকে কাত হয়ে না থাকে অর্থাৎ আপনার ভারসাম্য বজায় রেখে দাঁড়ান। এবার হাতল ছেড়ে দিয়ে ভারসাম্য রাখার চেষ্টা করুন । আপনি সফল হলে একটি মিউজিক বাজিয়ে আপনাকে স্বাগত জানানো হবে।

 

Stand straight on the wooden deck with both hands holding the display object. Stand in such a way that the deck is not tilted in any direction, that is, stand in your balance. Now try to balance by leaving the handle. If you succeed you will be welcomed to play a music.