প্রদর্শনীবস্তুটির নবটি ঘুরিয়ে দিলে দেখা যাবে নিচের ঘূর্ণায়মান চুম্বকটির প্রভাবে চুম্বক শলাকাগুলি কেমন নিরবিচ্ছিন্নভাবে তাদের অভিমুখ পরিবর্তন করে।
কারণ: কোন একটি একক চৌম্বক উত্তর মেরুকে দণ্ড চুম্বকের চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখলে তা দণ্ড চুম্বকটির উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুর দিকে যে পথ ধরে সরে যাবে সেই কাল্পনিক রেখাটিকে চৌম্বক বলরেখা বলে। দণ্ডচুম্বকটির একটি নিজস্ব চৌম্বকক্ষেত্র তাকে ঘিরে থাকে। এ চৌম্বকক্ষেত্রটির সর্বত্র চৌম্বক প্রাবল্য সমান নয়। দণ্ড চুম্বকের ক্ষেত্র ছাড়াও ভূ-চুম্বকের চৌম্বক ক্ষেত্র একই সাথে একটি লব্ধি চুম্বকক্ষেত্র রচনা করে। এই লব্ধি চুম্বক ক্ষেত্রের মান ও দিক অবস্থান ভেদে পরিবর্তিত হয়।
Rotate the knob and observe that as the central magnet rotates the compass needles continuously align themselves to form a definite pattern .
The bar magnet has a magnetic field around it with varying intensity at different points. A magnetic line of force is an imaginary line moving from north pole to south pole in the direction of the magnetic intensity. Here the small magnetic needles continuously align themselves along the lines of forces around the bar magnetic.