(ক) হাতলযুক্ত ব্লক দুটি সার্পোট ফিক্সচারে স্থাপন করুন।
(খ) এরপর এ ব্লক দুটির উপর ছোট আকৃতির পাঁচটি ব্লক যথাযথভাবে স্থাপন করে একটি আর্চ ব্রিজ তৈরি করুন।
(গ) সবশেষে হাতলযুক্ত ব্লক দুটিকে হাতল ধরে একসাথে টেনে সামনের দিকে বের করে আনুন এবং পর্যবেক্ষণ করুন।
ব্যাখ্যাঃ ছোট ব্লকগুলোর মধ্য কোন প্রকার সংযোগ না থাকা সত্ত্বেও হাতলযুক্ত ব্লক দুটি বের কারার পর দেখা যাচ্ছে ব্রিজটি ভেঙ্গে পড়ছেনা এর কারণ হলো ব্লকগুলোর গঠন । এগুলোর নিচের দিকের তুলনায় উপরদিক বেশি প্রশস্ত যার ফলে প্রত্যেকটি ব্লককে তার দুই পাশের ব্লক/সার্পোট পার্শ¦ চাপ দিয়ে ঘর্ষণের মাধ্যমে আটকে রেখে সুন্দর একটি ব্রিজ আকৃতি বজায় রাখতে সাহায্য করে।
(A) Place the handled block in two support fixtures.
(B) Then make an arch bridge by placing five small blocks on these two blocks.
(C) Finally, pull the two handled blocks together and pull them out to the front and observe.
Explanation: Although there is no connection between the small blocks, after removing the two handled blocks, it is seen that the bridge is not collapsing because of the structure of the blocks. The upper bouts featured two cutaways, for easier access to the higher frets. The lower bouts featured two cutaways, for easier access to the higher frets. The lower bouts featured two cutaways, for easier access to the higher frets.