Wellcome to National Portal
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর দেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ জুলাই ২০২২

স্প্রীং এর লম্ফন

যে কোনো জিনিস উপরে না গিয়ে নিচে পড়ে, এর কারণটাই হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। পৃথিবী সবকিছুকে নিজের দিকে টানে। অর্থাৎ পৃথিবীর এক অদৃশ্য আকর্ষণ শক্তি আছে। পৃথিবী সবকিছুকে নিজের দিকে টেনে রাখে বলেই কোনো কিছু উপরের দিকে না গিয়ে নিচের দিকে পড়ে। এজন্যই আমরা মাটিতে হেঁটে বেড়াতে পারি, শূন্যে ভেসে থাকি না। মাধ্যাকর্ষণ শক্তি আছে সব বস্তুরই। কিন্তু যে বস্তুর ভর যত বেশি, তার মাধ্যাকর্ষণ শক্তিও ততই বেশি। সে কারণেই চাঁদ পৃথিবীর চেয়ে ছোট ও তার ভর কম হওয়ায় পৃথিবীর চেয়ে চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি কম। এই প্রদর্শনী বস্তুটিতে জড়তা ও মাধ্যাকর্ষণ শক্তির মিথস্ক্রিয়া কাজ করছে। স্থির অবস্থা থেকে যখন স্প্রীংটিকে  সচল করে দেয়া হয় এটি গতি শক্তিতে রুপান্তরিত হয়। স্প্রীংটি তখন নিজে নিজে লম্ফন করতে থাকে যা দর্শনার্থীদের আনন্দ দিয়ে থাকে।

The reason why anything falls down without going up is because of the force of gravity. The world pulls everything towards itself. That is, the earth has an invisible force of attraction. Because the earth pulls everything towards itself, something falls down without going up. That is why we can walk on the ground, not floating in the air. All objects have gravitational force. But the greater the mass of the object, the greater its gravitational force. That is why the moon is smaller than the earth and its mass is less so the gravitational force of the moon is less than the earth. The interaction of inertia and gravitational force is at work in this exhibit object. When the spring is activated from the stationary state it is converted into kinetic energy. Spring then jumps on its own which gives joy to the visitors