সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ জুন ২০২১
জীববৈচিত্র্য (Biodiversity)
উদ্ভিদ, প্রাণী ও অণুজীবসহ পৃথিবীর গোটা জীবসম্ভার, তাদের অন্তর্গত জীন ও সেগুলির সমন্বয়ে গঠিত বাস্তুতন্ত্র। তিনটি বিভিন্ন পর্যায়ে এগুলি বিবেচ্য; বংশানুসৃত বৈচিত্র্য, প্রজাতি বৈচিত্র্য ও বাস্তুতন্ত্রের বৈচিত্র্য। বংশানুসৃত বৈচিত্র্যের মাত্রা সংখ্যায় ব্যক্ত করা সম্ভব নয়। এটি প্রজাতি বৈচিত্র্য অপেক্ষা বহুগুণ অধিক। প্রজাতি পর্যায়ে বৈচিত্র্য সম্পর্কেও সম্পূর্ণ তথ্য জানা যায় নি। বিজ্ঞানীদের নানা হিসাব মোতাবেক প্রজাতি সংখ্যা (জীবন্ত) ৩০ লক্ষ থেকে ৩ কোটি, তন্মধ্যে প্রায় ১৪ লক্ষ শ্রেণীবিন্যস্ত হয়েছে এবং তাতে আছে প্রায় ২,৫০,০০০ উদ্ভিদ, ৭,৫০,০০০ কীটপতঙ্গ, ৪১,০০০ মেরুদন্ডী, বাকিরা অন্যান্য অমেরুদন্ডী, ছত্রাক, শৈবাল ও অণুজীব। এখনও অনেক প্রজাতি অনাবিষ্কৃত রয়েছে। এ বৈচিত্র্যের অধিকাংশই রয়েছে পৃথিবীর গ্রীষ্মমন্ডলে, আর্দ্র-উষ্ণ এলাকায়, বিশেষত বনাঞ্চলে। জীববৈচিত্র্য প্রজাতি বিলুপ্তি ঠেকাতে সহায়তা যোগায়, প্রকৃতির ভারসাম্য রক্ষায় সাহায্য করে। ১৯৯২ সালে অনুষ্ঠিত জাতিসংঘের পরিবেশ ও উন্নয়ন সম্মেলনে জীববৈচিত্র্য সংরক্ষণের এক চুক্তিতে দেড় শতাধিক দেশের প্রতিনিধিরা স্বাক্ষর করেন। বাংলাদেশও এ চুক্তির অন্যতম স্বাক্ষরকারী। সম্প্রতি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত ‘এনসাইক্লোপিডিয়া অব ফ্লোরা এন্ড ফনা অব বাংলাদেশ’ কোষগ্রন্থে বাংলাদেশের জীববৈচিত্র্যে একটা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে। সেখানে বাংলাদেশের এ পর্যন্ত উল্লিখিত উদ্ভিদ ও প্রাণী প্রজাতির প্রাথমিক তথ্যাদি সন্নিবেশিত হয়েছে। বাংলাদেশে জীববৈচিত্র্যে মোট প্রজাতির সংখ্যা ১২০০০ এর বেশি।

Biodiversity The entire world's biodiversity, including plants, animals and microorganisms, their genes and their ecosystems. These are considered in three different stages; Hereditary diversity, species diversity and ecosystem diversity. The level of hereditary diversity cannot be expressed in numbers. This is many times more than the species diversity. Complete information about species diversity is also not known. According to various estimates by scientists, the number of species (living) is 3 million to 30 million, of which about 1.4 million are classified and include about 250,000 plants, 850,000 insects, 41,000 vertebrates, the rest other invertebrates, fungi, Algae and microorganisms. Many species are still undiscovered. Most of this diversity is found in tropical, humid-warm regions of the world, especially in forests. Biodiversity helps prevent species extinction, helps maintain the balance of nature. Representatives of more than 150 countries signed an agreement on biodiversity conservation at the 1992 United Nations Conference on Environment and Development. Bangladesh is also one of the signatories of this agreement. The encyclopedia of flora and fauna of Bangladesh, recently published by the Bangladesh Asiatic Society, has published a complete list of biodiversity in Bangladesh. There is a preliminary information about the plant and animal species of Bangladesh mentioned so far. The total number of species in biodiversity in Bangladesh is more than 12000.
সর্বশেষ খবর
পবিত্র রমজান মাস উপলক্ষ্যে শনি থেকে বুধবার সকাল ৯.০০টা থেকে বেলা ৩.৩০টা পর্যন্ত জাদুঘরের গ্যালারী খোলা থাকবে। বৃহস্পতি ও শুক্রবার সকল ধরণের প্রদর্শনী বন্ধ থাকবে। এছাড়া রমজান মাসে টেলিস্কোপ প্রদর্শনী বন্ধ থাকবে।
Array
(
[id] => 7940452d-2f6d-4e42-8f87-8afb3227ed08
[version] => 63
[active] => 1
[publish] => 1
[created] => 2015-01-25 15:58:17
[lastmodified] => 2024-11-03 13:26:54
[createdby] => 136
[lastmodifiedby] => 2598
[domain_id] => 6414
[office_id] =>
[menu_id] =>
[title_bn] => মহাপরিচালক
[title_en] => Director General
[body_bn] =>
[body_en] =>
[userpermissionsids] =>
[uploadpath] => e9005938-c62a-4cda-bdf2-fb21556182fc
[userip] => 127.0.0.1
[useragent] => Mozilla/5.0 (Windows NT 10.0; Win64; x64) AppleWebKit/537.36 (KHTML, like Gecko) Chrome/130.0.0.0 Safari/537.36
[usergeo] =>
[is_right_side_bar] => 1
[office_head_photo] => Array
(
[0] => Array
(
[name] => 2024-11-03-07-22-6b2a72f3355ff271bf2bf600fddeeab8.jpg
[caption_bn] => মহাপরিচালক
[caption_en] => Director General
[link] =>
)
)
[office_head_description] => মহাপরিচালক
[office_head_des_bn] => মুনীরা সুলতানা এনডিসি
মুনীরা সুলতানা এনডিসি, অনানুষ্ঠানিক বিজ্ঞান শিক্ষা কার্যক্রমের মাধ্যমে একটি বিজ্ঞানমনস্ক জাতি গঠনের লক্ষে ৩১ অক্টোবর, ২০২৪খ্রিঃ তারিখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারে যোগদানের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। তিনি বেশিরভাগ সময় বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে এবং মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যা বিভাগ থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। চাকরিতে কর্মরত অবস্থায় তিনি নর্দান ইউনিভার্সিটি, ঢাকা থেকে গভর্নেন্স স্টাডিজ বিষয়ে দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১৮ সালে ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ন্যাশনাল ডিফেন্স কোর্স সাফল্যের সাথে সম্পন্ন করেন।
চাকুরিরত অবস্থায় তিনি দেশে এবং বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কোর্স সাফল্যের সাথে সম্পন্ন করেন। একটি বিজ্ঞানমনস্ক জাতি গঠনে এবং সারা দেশে বিজ্ঞান ও প্রযুক্তির সুফল ছড়িয়ে দিতে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।
[office_head_des_en] => Munira Sultana ndc
Munira Sultana ndc, took charge as Director General of National Museum of Science and Technology on October 31, 2024 with the aim of building a science minded nation through informal science education programs.
She started her carrier in the Bangladesh Civil Service administration cadre in 1993. She served mostly in field administration and different ministries and directorate. She earned her degree of M.Sc. in Botany from the University of Dhaka. While in service, she earned a second Masters degree in Governance Studies from the Northern University, Dhaka. She completed the National Defense Course successfully in 2018 from National Defense College.
She acquired various professional training courses during her service period in home and abroad and keenly interested in building a science minded nation and spread the blessings of Science and Technology across the country.
[designation] =>
[designation_new_bn] => মহাপরিচালক
[designation_new_en] => Director General
[weight] => 0
)
=======================
কেন্দ্রীয় ই-সেবা
পথ নির্দেশিকা

হটলাইন

সামাজিক যোগাযোগ
জরুরি হেল্পলাইন নম্বর
