প্রতিসারক টেলিস্কোপঃ এ ধরনের টেলিস্কোপে আইলেন্স ও অবজেক্ট লেন্স নামক দুটি উত্তল লেন্স রয়েছে । অবজেক্ট লেন্সটি বস্তুটির অবস্থানের দিকে এবং আইলেন্সটি মানুষ টেলিস্কোপের যেদিক দিয়ে বস্তুটিকে পর্যবেক্ষণ করে সেদিকে থাকে। অনেকদূরে অবস্থিত কোন বস্তুর আলোকরশ্মি উত্তল লেন্সদ্বয়ে বিবর্ধিত হয়ে আমাদের চোখে এসে স্পষ্টরূপে প্রতীয়মান হয়।
প্রতিফলক টেলিস্কোপঃ এ ধরনের টেলিস্কোপ একটি উত্তল লেন্স, একটি অবতল দর্পণ ও একটি সমতল দর্পণের সমন্বয়ে গঠিত । দূরের কোন বস্তু থেকে আগত আলোকরশ্মি প্রথমে অবতল দর্পণে প্রতিফলিত হয়ে ফিরে এসে পুনরায় সমতল দর্পণে প্রতিফলিত হয় এবং সর্বশেষ উত্তল লেন্সের মধ্য দিয়ে বিবর্ধিত হয়ে আমাদের চোখে এসে স্পষ্টরূপে প্রতীয়মান হয়।
Refractive Telescope: This type of telescope has two convex lenses called eye lens and Object Lens. The object lens is towards the position of the object and the eye lens is towards the direction in which the person observes the object through the telescope. The ray of light from a distant object is magnified by two convex lenses and is clearly visible to our eyes.
Reflective Telescope: This type of telescope consists of a convex lens, a concave mirror and a plane mirror. Light coming from a distant object is first reflected in a concave mirror and then reflected back in a plane mirror and magnified through the last convex lens and is clearly visible to our eyes.