Wellcome to National Portal
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর দেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ জুন ২০২১

ছিন্ন মস্তক

প্রদর্শনীবস্তুটির ফাঁকা ছিদ্রের ভিতর দিয়ে মাথা তুলে দাঁড়ালে মনে হবে যেন, মাথাটি কাটা অবস্থায় প্রদর্শনীবস্তুর উপরে রাখা ফলের প্লেটে বা থালার উপরে বসানো আছে।

কারণ: সমতলে প্রতিফলনের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর দূরত্ব ও প্রতিবিম্বের দূরত্ব সর্বদা সমান হয়। প্রদর্শনীবস্তুতে অবস্থিত ফলের প্লেট সংরক্ষিত বক্সের উলম্ব তলে দু‘টি আয়না আছে। প্রদর্শনীবস্তুর অভ্যন্তরস্থ দেয়ালে সুষমভাবে চিত্রিত আছে এবং আয়নাপৃষ্ঠ থেকে তার বিপরীত দিকে দেয়ালের দূরত্ব সর্বদা আয়নার বিপরীত দিকের দেয়ালের দূরত্বের সমান রাখা আছে। এমতাবস্থায় আয়নার সামনের দেয়ালগুলির চিত্রের প্রতিবিম্ব আয়নার বিপরীত দিকে দেয়ালের সাথে মিশে যাওয়ায় দৃষ্টি ইন্দ্রিকভাবে ফলের প্লেট সংরক্ষিত টেবিলের নীচে ফাঁকা জায়গা মনে হবে। ফলে ঐ বক্সের মাঝে দাঁড়িয়ে ফলের আড়ালে রাখা ছিদ্র পথে মাথা বের করে দিলে ছিন্ন মস্তক মনে হওয়া বাঞ্চনীয়। 

 
                              

Stand in front of the exhibit and ask your friend to go inside the enclosure through the gate and lift his head up through the hole in the baseboard holding the fruit bowl .You will find your friends head among   the fruits with his body vanished.

The table with the fruits bowl at the top has mirror surfaces on two front sides. Images of the base and panels formed on the mirrors create an illusion of a hollow table and body of your friend appears to vanish   through actually it is hidden behind the mirrors.


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon