প্রদর্শনীবস্তুটির ফাঁকা ছিদ্রের ভিতর দিয়ে মাথা তুলে দাঁড়ালে মনে হবে যেন, মাথাটি কাটা অবস্থায় প্রদর্শনীবস্তুর উপরে রাখা ফলের প্লেটে বা থালার উপরে বসানো আছে।
কারণ: সমতলে প্রতিফলনের ক্ষেত্রে লক্ষ্যবস্তুর দূরত্ব ও প্রতিবিম্বের দূরত্ব সর্বদা সমান হয়। প্রদর্শনীবস্তুতে অবস্থিত ফলের প্লেট সংরক্ষিত বক্সের উলম্ব তলে দু‘টি আয়না আছে। প্রদর্শনীবস্তুর অভ্যন্তরস্থ দেয়ালে সুষমভাবে চিত্রিত আছে এবং আয়নাপৃষ্ঠ থেকে তার বিপরীত দিকে দেয়ালের দূরত্ব সর্বদা আয়নার বিপরীত দিকের দেয়ালের দূরত্বের সমান রাখা আছে। এমতাবস্থায় আয়নার সামনের দেয়ালগুলির চিত্রের প্রতিবিম্ব আয়নার বিপরীত দিকে দেয়ালের সাথে মিশে যাওয়ায় দৃষ্টি ইন্দ্রিকভাবে ফলের প্লেট সংরক্ষিত টেবিলের নীচে ফাঁকা জায়গা মনে হবে। ফলে ঐ বক্সের মাঝে দাঁড়িয়ে ফলের আড়ালে রাখা ছিদ্র পথে মাথা বের করে দিলে ছিন্ন মস্তক মনে হওয়া বাঞ্চনীয়।
Stand in front of the exhibit and ask your friend to go inside the enclosure through the gate and lift his head up through the hole in the baseboard holding the fruit bowl .You will find your friends head among the fruits with his body vanished.
The table with the fruits bowl at the top has mirror surfaces on two front sides. Images of the base and panels formed on the mirrors create an illusion of a hollow table and body of your friend appears to vanish through actually it is hidden behind the mirrors.