Wellcome to National Portal
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর দেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ মে ২০২২

অস্থির ববিন

প্রদর্শনীবস্তুটির সুইচ টিপে দেখুন ববিনটি কেমন অস্থিরভাবে এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে।

কারণ : অস্থিরভাবে আচরণ করার কারণ সুইচ টিপলেই একটি তড়িৎ কুন্ডলীর মধ্য দিয়ে প্রত্যবর্তী বিদ্যুৎ প্রবাহ চলতে থাকে। এর ফলে একটি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। ববিনটি পরিবাহী পদার্থ দ্বারা নির্মিত বলেই পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের প্রভাবে তার মধ্য দিয়ে বর্ত্মক্ষেপ বিদ্যুৎ প্রবাহ চলতে শুরূ করে। পক্ষান্তরে অ্যালুমিনিয়াম ববিনের মধ্যে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহ যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করে, তার সঙ্গে তড়িৎ কুন্ডলীর বিদ্যুৎ প্রবাহের দ্বারা সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের পারস্পারিক বিকর্ষণ ঘটতে থাকে। তাই ববিনটি ছিটকে দুরে সরে যেতে চায়। ববিনের পথের অন্য প্রান্তে একই কারণে বিকর্ষিত হয় ও পূর্বের জায়গার ফিরে আসে।

 

Press   the   switch and watch   the bobbin shuttling   back and forth. What causes   the bobbin move?  The alternating current flowing through   a coil   sets up a fluctuating magnetic field, which induces a short-circuiting   current   through   the   aluminium bobbin. This   current   sets up   another   magnetic   field around    the   bobbin. The repulsion   of   two   magnetic   fields   causes the bobbin   to jump    up.

Similar   phenomenon   occurs   on   the other side also.