সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ জুন ২০২১
ভরবেগের স্থানাস্তর
ধারাবাহিক সংঘর্ষের মাধ্যমে কিভাবে ভরবেগ স্থানান্তর হয় এই প্রদর্শনীবস্ত্তটি তা প্রদর্শন করে। এটি নিউটনের ক্রাডল নামে বড় আকারের জনপ্রিয় নির্বাহী খেলনা। বিভিন্ন সূত্রমতে, ১৯৬৭ সালে ইংরেজ অভিনেতা সাইমন প্রেবল এই ডিভাইসটি উদ্ভাবণ করেন এবং আইজ্যাক নিউটনের সম্মানে এর নামকরণ করেন, এটি তাঁর আইন মেনে চলে ও সুন্দর ভাবে তা প্রদর্শন করে। এটি অন্যান্যদের কাছে নিউটনের বল নামেও অভিহিত। যখন অন্যদের ব্যাঘ্যাত না ঘটিয়ে একটি বলকে অন্য বলগুলোর রেখা বরাবর টেনে ছেড়ে দেয়া হয় তখন পাশের বলকে আঘাত করার পর ভরবেগ একটি নির্ধারিত গতিতে অন্যপ্রান্তে স্থানান্তরিত হয় (বস্তু মাধ্যমের মধ্যদিয়ে তরঙ্গের অতিক্রমের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ)। প্রান্তে পৌঁছানোর পর শেষ বলে কোন বাধা না থাকায় এটি অন্যদেরকে ব্যাঘাত না ঘটিয়ে চলতে শুরু করে। একই ভাবে, যখন দুইটি বল ছেড়ে দেয়া হয় তখন সেক্ষেত্রে সামনের প্রান্তের বলটির ভরবেগ অন্য প্রান্তে পৌঁছায় তখন পিছনের বলের ভরবেগটি প্রান্তের আগের বলটিতে পৌঁছায়। সেই কারণে দুইটি বল অন্যদেরকে ব্যাঘাত না ঘটিয়ে চলতে থাকে। যখন অনেকগুলি বল টেনে ছেড়ে দেয়া হয়, অনুরূপ ঘটনা পর্যবেক্ষণ করা যাবে। সুতরাং প্রদর্শনীবস্তুটি ভরভেগ ও শক্তি সংরক্ষণ নীতিকে চমৎকারভাবে প্রদর্শন করে।

This exhibit demonstrates how momentum is transformed through series of collisions. This is a large version of a popular executive toy called Newton’s Cradle. According to various sources, English actor Simon Prebble invented this device in 1967 and named it in honour of Isaac Newton, whose laws it obeys and demonstrates so nicely. It is also known to some as Newton’s Balls. If one ball is separated along the line other balls without disturbing others and then it is released. After hitting the adjacent ball, the momentum is transferred at steady speed [just like propagation of wave though material media] to other end. After reaching the end, there is obstruction for the end ball and it continues to move keeping undisturbed others. Similar way, when two balls are released, when momentum of front ball is received at other end then the momentum of rear ball will reach the ball just before the end. So why two balls will continue their motion keeping undisturbed others. Similar phenomena will be observed when multiple number balls are released. So this apparatus demonstrates conservation of momentum and energy in an interesting way.
সর্বশেষ খবর
পবিত্র রমজান মাস উপলক্ষ্যে শনি থেকে বুধবার সকাল ৯.০০টা থেকে বেলা ৩.৩০টা পর্যন্ত জাদুঘরের গ্যালারী খোলা থাকবে। বৃহস্পতি ও শুক্রবার সকল ধরণের প্রদর্শনী বন্ধ থাকবে। এছাড়া রমজান মাসে টেলিস্কোপ প্রদর্শনী বন্ধ থাকবে।
Array
(
[id] => 7940452d-2f6d-4e42-8f87-8afb3227ed08
[version] => 63
[active] => 1
[publish] => 1
[created] => 2015-01-25 15:58:17
[lastmodified] => 2024-11-03 13:26:54
[createdby] => 136
[lastmodifiedby] => 2598
[domain_id] => 6414
[office_id] =>
[menu_id] =>
[title_bn] => মহাপরিচালক
[title_en] => Director General
[body_bn] =>
[body_en] =>
[userpermissionsids] =>
[uploadpath] => e9005938-c62a-4cda-bdf2-fb21556182fc
[userip] => 127.0.0.1
[useragent] => Mozilla/5.0 (Windows NT 10.0; Win64; x64) AppleWebKit/537.36 (KHTML, like Gecko) Chrome/130.0.0.0 Safari/537.36
[usergeo] =>
[is_right_side_bar] => 1
[office_head_photo] => Array
(
[0] => Array
(
[name] => 2024-11-03-07-22-6b2a72f3355ff271bf2bf600fddeeab8.jpg
[caption_bn] => মহাপরিচালক
[caption_en] => Director General
[link] =>
)
)
[office_head_description] => মহাপরিচালক
[office_head_des_bn] => মুনীরা সুলতানা এনডিসি
মুনীরা সুলতানা এনডিসি, অনানুষ্ঠানিক বিজ্ঞান শিক্ষা কার্যক্রমের মাধ্যমে একটি বিজ্ঞানমনস্ক জাতি গঠনের লক্ষে ৩১ অক্টোবর, ২০২৪খ্রিঃ তারিখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারে যোগদানের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। তিনি বেশিরভাগ সময় বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে এবং মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যা বিভাগ থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। চাকরিতে কর্মরত অবস্থায় তিনি নর্দান ইউনিভার্সিটি, ঢাকা থেকে গভর্নেন্স স্টাডিজ বিষয়ে দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১৮ সালে ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ন্যাশনাল ডিফেন্স কোর্স সাফল্যের সাথে সম্পন্ন করেন।
চাকুরিরত অবস্থায় তিনি দেশে এবং বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কোর্স সাফল্যের সাথে সম্পন্ন করেন। একটি বিজ্ঞানমনস্ক জাতি গঠনে এবং সারা দেশে বিজ্ঞান ও প্রযুক্তির সুফল ছড়িয়ে দিতে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।
[office_head_des_en] => Munira Sultana ndc
Munira Sultana ndc, took charge as Director General of National Museum of Science and Technology on October 31, 2024 with the aim of building a science minded nation through informal science education programs.
She started her carrier in the Bangladesh Civil Service administration cadre in 1993. She served mostly in field administration and different ministries and directorate. She earned her degree of M.Sc. in Botany from the University of Dhaka. While in service, she earned a second Masters degree in Governance Studies from the Northern University, Dhaka. She completed the National Defense Course successfully in 2018 from National Defense College.
She acquired various professional training courses during her service period in home and abroad and keenly interested in building a science minded nation and spread the blessings of Science and Technology across the country.
[designation] =>
[designation_new_bn] => মহাপরিচালক
[designation_new_en] => Director General
[weight] => 0
)
=======================
কেন্দ্রীয় ই-সেবা
পথ নির্দেশিকা

হটলাইন

সামাজিক যোগাযোগ
জরুরি হেল্পলাইন নম্বর
