সুষম ঘনত্বের দ্বৈত শঙ্কু আকৃতির মধ্যাঞ্চল স্ফীত বস্তুটি রোলার নামে পরিচিত। রোলারটি বিশেষ কাঠামো বিশিষ্ট অসমান্তরাল রেলের উপর দিয়ে গড়িয়ে চলে। কাঠামোটির একপ্রান্ত উচুঁ ও অপর প্রান্ত নীচু । রেলের নতি শঙ্কু থেকে কম। সে কারণে রোলারটি নীচু প্রাপ্ত অঞ্চল থেকে উচুঁ প্রান্ত অঞ্চলে চলে আসে। এ ঘটনাকে আপাতত ভাবে মাধ্যাকর্ষণ নীতির ব্যতয় বলে মনে হয়। কিন্তু প্রকৃত পক্ষে ঘটনাটি মাধ্যাকর্ষণ নীতির সহিত সামঞ্জস্যতাপূর্ণ। নিকট পর্যবেক্ষণে প্রকাশ পায় যে, রোলার অক্ষের উলম্ব অবস্থান নীচু প্রান্ত অঞ্চলে গেলে বেড়ে যায়। সুষম রোলারের ক্ষেত্রে রোলারের ভারকেন্দ্র এর অক্ষের ঠিক মাঝে অনুমান করা যায়। এ প্রদর্শনীবস্তুতে রোলারটি উচ্চতর মহাকর্ষীয় স্থিতিশক্তি এলাকা থেকে নিম্নতর স্থিতিশক্তি অঞ্চলে ধাবিত হয়। এ প্রদর্শনীবস্তুটির মূল শিক্ষা হলোঃ প্রতিটি তন্ত্র এমন একটি অবকাঠামোতে স্থিতি লাভ করবে যেখানে স্থিতিশক্তি সর্বনিম্ন থাকে।
The double conical object of middle inflated having uniform density is named as the roller. The roller rolls on a non-parallel rail of special type of framework. One end of the framework is elevated higher than the other end. The gradient of the rail is less than that of the cone. So why; the roller placed of the framework near lower elevated end goes up to the higher elevated end. The phenomenon is seemed apparently the violation of gravity. But actually the phenomenon is harmonious with law of gravity. The close observation reveals that: the vertical position of the axis of the roller goes down when it rolls from the lower elevated end to the higher elevated end. In case of homogenous roller, centre of gravity of the roller may be assumed to lie on the just middle of axis of the roller. In this demonstration, the roller actually goes from a region of higher gravitational potential energy to the lower one. The main teaching of the exhibit is:
Every system will be stable in such a configuration where potential energy is minimum.