বিভিন্ন বর্ণের তরলের সাহায্যে বিভিন্ন রং-এর আলপনা দেখা যায়। তরল পদার্থের সান্দ্রতা ধর্মের কারণে তরল ধীর গতিতে গড়িয়ে নামে। প্রদর্শনীবস্তুটির ভিতরে রাখা তিনটি স্তরে তিনটি রং এর তরল তিন রকম রঙিন ফিল্টারের কাজ করে। গড়িয়ে নামতে থাকা তিন রঙের তরলের বহুবিধ মিশ্রণে নতুন নতুন বর্ণময় ও চিত্রময় আলপনা তৈরি হয়।
Paint your painting in different ways .Tilt the frame inside by inserting your finger through the slot and observe the formation of a multicoloured painting .Viscosity of a liquids causes it to trickle slowly . Liquids of three different colours kept at separated layers inside the frame function as colour filters and create changing patterns with all hues .