এটি একটি দীর্ঘ – কেস ঘড়ি, এছাড়াও লম্বা- কেস ঘড়ি, মেঝে – ঘড়ি, বা মাতামহ ঘড়ি হলো উঁচু, উন্মুক্তভাবে ( স্বকীয়ভাবে) দন্ডায়মান, ঠাওয়ারটির অভ্যন্তরে বা কেসটির কোমরে ধারণকৃত দোলকসহ ওজ১.৮-২.৪ মিটার (৬-৮ ফুট) উঁচু হয়ে থাকে। কেসটি প্রায়ই ব্যাপকভাবে ক্ষোদিত অলন্করণে বৈশিষ্ট্যমন্ডিত অবগুন্ঠন বা শিরাবরণ থাকে, যা ডায়াল বা ঘড়ির মুখমন্ডলকে পরিবেষ্টন ও ফ্রেমাবদ্ধ করে। ১৬৭০ সারে ইংরেজ ঘড়ি নির্মাতা উইলিয়াম ক্লিমেন্ট এই আকারে উন্নয়নের জন্য কৃতিত্ব অর্জন করেন। সর্বাধিক কেস ঘড়ি হলো অভিঘাতী ঘড়ি যার মানে তারা প্রতি ঘন্টায় ভগ্নাংশে শব্দ করে সময় নির্দেশ করে। পদ “ পিতামহ বা মাতামহ”, “ পিতামহী বা মাতামহী” এবং নাতনী শব্দগুলি সমুদয় দীর্ঘ কেস ঘড়ির ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে। যদিও এই শব্দগুলি মধ্যে সুনির্দিষ্টভাবে সংজ্ঞাংয়িত পার্থক্য নেই, তথাপি সাধারনত ঐক্যমত্যে ধরে নেয়া হয় যে, ১.৫ মিটার ( ৫ ফুট) এর চেয়ে ছোট ঘড়ি নাতনী ঘড়ি, ১.৫ মিটার ( ৫ ফুট) এর চেয়ে বড় ঘড়ি পিতামহী ঘড়ি এবং ১.৮ মিটার ( ৬ ফুট) এর চেয়ে বড় ঘড়ি পিতামহ ( মাতামহ) ঘড়ি।
A long case clock , also tall- case clock, floor clock , or grandfather clock is a tall freetstanding , weight- driven pendulam clock with the pendulam held inside the tower or waist of the case. Clock of this style are commonly1.8-2.4 metres (6-8 feet) tall. The case often features elaborately carved ornamentation on the hood, or bonnet, which surrounds and frames the dial or clock face.The English clockmaker William Clement is credited with the development of this from in 1670. Most long – case clock are striking clocks , wich means they sound the time on each hour or fraction of an houre .The terms ‘ grandfather’ and ‘ granddaughter’ have all been applied to long-case clocks. Although there is no specifically defined difference among these terms, the general consensus seems to be that a clock smaller thane 1.5 m (5 ft) is a granddaughter over 1.5 ( 5 ft) is a grandmother and over 1.8 m (6 ft) is a grandfather.