সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd জুন ২০২২
সৌর শক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন
সূর্য পৃথিবীর নিকটতম নক্ষত্র যার উজ্জ্বলতা 3.86 × 1026 W যা পৃথিবীর দূরত্বে গড়পড়তায় সূর্যের শক্তিপ্রবাহের হার 1370 W/m2 হিসেবে নির্নীত। এই আগত শক্তিপ্রবাহের আনুমানিক 30% পৃথিবীর বায়ূ মন্ডর কর্তৃক প্রতিফলিত হয়, ফলে ভূপৃষ্ঠে প্রাপ্তিযোগ্য শক্তিপ্রবাহের হার গড়পড়তায় 959 W/m2 দাঁড়ায়। সরাসরি ফটোভোল্টায়িক (PV) বা পরোক্ষভাবে কনসেন্ট্রেড সোলার পাওয়ার বা কৃত্রিম সালোকসংশ্লেষণের মাধ্যমে পানি ভেঙ্গে হাইড্রজেন জ্বালানী উৎপাদনের মাধ্যমে সূর্যালোককে বিদ্যুৎতে রূপান্তরই হল সৌর বিদ্যুৎ । কনসেন্ট্রেড সোলার পাওয়ার পেতে ট্রাকিংসহ লেন্স বা দর্পনের সাহায্যে বৃহৎ ক্ষেত্রের সূর্যালোককে ক্ষুদ্র রশ্মি আকারে ব্যবহার করা হয়। আলোক-তড়িৎ ক্রিয়াকে কাজে লাগিয়ে ফটোভোল্টায়িক আলোককে বিদ্যুৎ প্রবাহে রূপান্তর করে। ফটোভোল্টায়িক হলো আলোক-তড়িৎ প্রবাহে রূপান্তরের মাধ্যমে বিদ্যুৎ শক্তি উৎপাদনের পদ্ধতি। ফটোভোল্টায়িক বস্তু সম্বরিত উল্লেখযোগ্য সংখ্যক সেলের সম্বয়ে গঠিত সৌর প্যানেলের মাধ্যমে ফটোভোল্টায়িক বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা কাজ করে। ফটোভোল্টায়িত বস্তু হিসেবে বর্তমানে ব্যবহৃত হচ্ছেঃ মনোত্রিস্টালাইন সিলিকন, পলিক্রিস্টালাইন সিলিকন, অদানাদার সিলিকন, ক্যাডমিয়াম টেলুরাইড এবং কপার ইন্ডিয়াম সেলেনাইড/সালফাইড । নবায়নযোগ্য শক্তির চাহিদা বৃদ্ধির প্রেক্ষিতে বর্তমান বছর গুলোতে সৌর সেল বা ফটোভোল্টায়িক সেলের উৎপাদনের উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।

The Sun is the nearest star from the Earth having luminosity of 3.86 × 1026 W corresponding to average solar flux of 1370 W/m2at Earthdistance. Assuming 30% of the enery lost by the Earth’s atmosphere, theavailable average solar flux on the Earth’s surface is 959 W/m2 .solar power is the conversion ofsunlight into electricity, either directly using photovoltaics (PV) orindirectly using concentrated solar power (CSp) or to split water and createhydrogen fuel using technques of artificial photosynthesis. Concentrated solarpower systems use lense or mirrors and tracking systems to focus a large areaof sunlight into a small beam. Photovoltaics convert light into electriccurrent using the photo electric effecte .Photovoltaics (PV) is a method ofgenerating electrical power by converting solar radiation into direct curretelectricity using semiconductors that exhibit the photoelectric effect.Photovoltaic power generation employs solar panels composed of a number ofcells containing a photovoltaic material. Materials presently used forphotovoltaics include monocrystalline silicon, polycrystalline silicon,amorphous silicon, cadmium telluride and copper indium selenide/ sulfide. Dueto the growing demand for renewable energy sources , the manufacturing of solarcells and photovoltaic arrays has advanced considerably in recent years.
সর্বশেষ খবর
পবিত্র রমজান মাস উপলক্ষ্যে শনি থেকে বুধবার সকাল ৯.০০টা থেকে বেলা ৩.৩০টা পর্যন্ত জাদুঘরের গ্যালারী খোলা থাকবে। বৃহস্পতি ও শুক্রবার সকল ধরণের প্রদর্শনী বন্ধ থাকবে। এছাড়া রমজান মাসে টেলিস্কোপ প্রদর্শনী বন্ধ থাকবে।
Array
(
[id] => 7940452d-2f6d-4e42-8f87-8afb3227ed08
[version] => 63
[active] => 1
[publish] => 1
[created] => 2015-01-25 15:58:17
[lastmodified] => 2024-11-03 13:26:54
[createdby] => 136
[lastmodifiedby] => 2598
[domain_id] => 6414
[office_id] =>
[menu_id] =>
[title_bn] => মহাপরিচালক
[title_en] => Director General
[body_bn] =>
[body_en] =>
[userpermissionsids] =>
[uploadpath] => e9005938-c62a-4cda-bdf2-fb21556182fc
[userip] => 127.0.0.1
[useragent] => Mozilla/5.0 (Windows NT 10.0; Win64; x64) AppleWebKit/537.36 (KHTML, like Gecko) Chrome/130.0.0.0 Safari/537.36
[usergeo] =>
[is_right_side_bar] => 1
[office_head_photo] => Array
(
[0] => Array
(
[name] => 2024-11-03-07-22-6b2a72f3355ff271bf2bf600fddeeab8.jpg
[caption_bn] => মহাপরিচালক
[caption_en] => Director General
[link] =>
)
)
[office_head_description] => মহাপরিচালক
[office_head_des_bn] => মুনীরা সুলতানা এনডিসি
মুনীরা সুলতানা এনডিসি, অনানুষ্ঠানিক বিজ্ঞান শিক্ষা কার্যক্রমের মাধ্যমে একটি বিজ্ঞানমনস্ক জাতি গঠনের লক্ষে ৩১ অক্টোবর, ২০২৪খ্রিঃ তারিখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারে যোগদানের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। তিনি বেশিরভাগ সময় বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে এবং মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যা বিভাগ থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। চাকরিতে কর্মরত অবস্থায় তিনি নর্দান ইউনিভার্সিটি, ঢাকা থেকে গভর্নেন্স স্টাডিজ বিষয়ে দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১৮ সালে ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ন্যাশনাল ডিফেন্স কোর্স সাফল্যের সাথে সম্পন্ন করেন।
চাকুরিরত অবস্থায় তিনি দেশে এবং বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কোর্স সাফল্যের সাথে সম্পন্ন করেন। একটি বিজ্ঞানমনস্ক জাতি গঠনে এবং সারা দেশে বিজ্ঞান ও প্রযুক্তির সুফল ছড়িয়ে দিতে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।
[office_head_des_en] => Munira Sultana ndc
Munira Sultana ndc, took charge as Director General of National Museum of Science and Technology on October 31, 2024 with the aim of building a science minded nation through informal science education programs.
She started her carrier in the Bangladesh Civil Service administration cadre in 1993. She served mostly in field administration and different ministries and directorate. She earned her degree of M.Sc. in Botany from the University of Dhaka. While in service, she earned a second Masters degree in Governance Studies from the Northern University, Dhaka. She completed the National Defense Course successfully in 2018 from National Defense College.
She acquired various professional training courses during her service period in home and abroad and keenly interested in building a science minded nation and spread the blessings of Science and Technology across the country.
[designation] =>
[designation_new_bn] => মহাপরিচালক
[designation_new_en] => Director General
[weight] => 0
)
=======================
কেন্দ্রীয় ই-সেবা
পথ নির্দেশিকা

হটলাইন

সামাজিক যোগাযোগ
জরুরি হেল্পলাইন নম্বর
