Wellcome to National Portal
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর দেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ জুন ২০২১

নিস্পন্দ বিন্দু ও সুস্পন্দ বিন্দু

নিস্পন্দ বিন্দু ও সুস্পন্দ বিন্দুর ক্ষেত্রে প্রদর্শনীবস্তুটিতে বিদ্যমান সুইচটি টিপে স্পন্দমান সুতার মধ্যে স্থির তরঙ্গের আকৃতি প্রত্যক্ষ করলে এতে রেগুলেটর ঘুরিয়ে সুতাটির স্পন্দনের কম্পাঙ্ক বাড়িয়ে বা কমিয়ে কম্পাঙ্কের সঙ্গে সুতাটির মধ্যে লুপের সংখ্যা কিভাবে পরিবর্তিত হয় তা লক্ষ্য করা যায়। প্রদর্শনীবস্তুটির সুতার মধ্য দিয়ে চলমান তরঙ্গ প্রান্তবিন্দুতে প্রতিফলিত হয়ে একটি বিপরীতমুখী তরঙ্গ সৃষ্টি করে। এই দুই তরঙ্গের উপরিপাতের ফলে সুতাটির মধ্যে স্থির তরঙ্গ সৃষ্টি হয়। সুতার মধ্যে কয়টি লুপ তৈরি হবে তা সুতার উপাদান স্পন্দনের কম্পাঙ্ক এবং সুতার প্রযুক্ত টানের উপর নির্ভর করে। স্থির তরঙ্গের যে বিন্দুগুলিতে কম্পন থাকে না তাদের নিস্পন্দ বিন্দু ও যে বিন্দুতে কম্পনের বিস্তার সর্বাধিক তাদের  সুস্পন্দ বিন্দু বলে। কোনও আবদ্ধ মাধ্যমে শব্দ তরঙ্গ সৃষ্টি হলে সেখানেও শব্দ তরঙ্গের প্রতিফলনজনিত স্থির তরঙ্গ সৃষ্টি হয়।

 

Press the   switch and watch the loops formed   in the vibrating   string. Now   increase   or decrease the frequency of vibration of the string with   the   help of the regulator.  Observe that the number   of   loops formed in the string    increases   or decreases with the change of frequency. Waves travelling   along a stretched string get reflected    at the end   points. The ongoing wave and the returning    wave interact   and give an impression of a stationery loop formed on the string. The number   of loops formed depends on   the    frequency   of   vibration, material of the string   and tension applied on the string

The   interesting   points on the loop are called nodes and the widest regions of the loops are called   antinodes

Sound waves also form such stationery waves on reflection.


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon