Wellcome to National Portal
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর দেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ জুন ২০২১

আইবিএম ৪৩৩১ সিস্টেম

১৯৮৬ সালে বুয়েটের কম্পিউটার সেন্টার তৃতীয় প্রজন্মের এই কম্পিউটারটি সংগ্রহ করে। বিভিন্ন সময়ে এটিতে নানা সংযোজন বিয়োজন ঘটে। এই সিস্টেমের অপারেটিং সিস্টেম ছিল VM/CMS । এই সিস্টেমে একসংগে প্রায় শতাধিক ব্যাক্তির কাজ করার সুযোগ ছিল তবে এর সংগে সর্বোচ্চ ৩০টি টারমিনাল লাগানো হয়েছিল অর্থাৎ ৩২ জন ব্যবহারকারী এক সংগে এই কম্পিউটারে কাজ করার সুযোগ পেত। আইবিএম ৩৭০ সিস্টেমের ব্যবহারকারী প্রতিষ্ঠানও ব্যক্তি ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠান ও ব্যক্তি এই সিস্টেম ব্যবহার করেছেন তাদের মধ্যে উলে­খযোগ্য হলো ILO, UNHCR সহ জাতিসংঘের বিভিন্ন সংস্থা, বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, যোগাযোগ মন্ত্রনালয় সহ বিভিন্ন মন্ত্রনালয় , বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ইত্যাদি। ১৯৯৪ সালে দেশের ৪টি শিক্ষা বোর্ডের অধীনে SSC ও HSC পরীক্ষার কম্পিউটারায়নের কাজেও এই সিস্টেম সীমিত ভাবে ব্যবহৃত হয়েছে। ১৯৮৬ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত গড়ে প্রতি বছর প্রায় ১ হাজার ব্যবহারকারী এই সিস্টেম ব্যবহার করতো।

This third generation computer was collected for BUET Computer Centre in 1986. There were many additions & subtractions were done in it in time to time. The operating system of this system was VM/CMS. More than about hundred of individuals had an opportunity to work together in this system at a time; however, 30 terminals were installed with this system so that 30 users got the opportunity to work together. In addition to the user organization along with its individuals, other organizations and individuals used the IBM 370 system, notable of them were  the ILO, UNHCR and the UN's various agencies, Bangladesh's Primary Education Department, Ministry of Communications, Bangladesh Bureau of Statistics, etc. This was also used limited way in the work of computerization of the SSC and HSC examinations under the four Education Boards in 1994. Averagely in each year, about one thousand users used the system from 1986 to 2000. This computer was donated by Bangladesh University of Engineering & Technology on 2001.