এ প্রদর্শনীবস্তু চরকার সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। এখানে ফ্যারাডের তড়িৎ চুম্বকীয় আবেশ নীতিতে চৌম্বক ক্ষেত্রের ভিতর যান্ত্রিক শক্তি ব্যবহারের মাধ্যমে বদ্ধ কুন্ডলীকে ঘুরিয়ে বিদ্যুৎ চালক বল তথা তড়িৎ প্রবাহ উৎপাদন করে রেডিও সেট চালানো হয়।