সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ জুন ২০২১
ফুকোর দোলক
১৮৫১ সালে ফরাসি বৈজ্ঞানিক ফুকো ৬১ মিটার দৈর্ঘ্যরে এবং প্রায় ২৭ কেজি ভরের ভর বিশিষ্ট এ ধরনের দোলক সর্বপ্রথম প্রদর্শন করেন বলে তাঁর নাম অনুসারে এ দোলকের নামকরণ করা হয়।
এটি একটি সরল দোলক ছাড়া অন্য কিছু নয়, ফলে সরল দোলকের সকল সূত্রই এর উপর প্রযোজ্য।
এ দোলকের বিশেষত্ব হলো এর কার্যকর দৈর্ঘ্য ও ববের ভর দুই অনেক বেশী, বিধায় এটি বাতাসের ঘর্ষণ অতিক্রম করে অনেকক্ষণ দুলতে পারে এবং এর দোলনকাল বেশী বলে পর্যবেক্ষণগত সুবিধাও পাওয়া যায়।
আহ্নিকগতির প্রভাবে দোলকের দোলনতল দোলকটি যে তলে দোলনরত থাকে) একটি পর্যায় গতিতে চলতে থাকে । পৃথিবীর আবর্তন না থাকলে দোলকের দোলনতলে এরূপ আচরণ পরিলক্ষিত হতো না, বলা যায় দোলকটি একই দোলনতলে থেকে দোলনরত থাকত। অর্থাৎ এটি পৃথিবীর নিজের অক্ষের উপর আবর্তনের সুস্পষ্ট প্রমাণের সাক্ষ্য রাখে।
পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এ ধরনের দোলনতলের পর্যায় কাল ভিন্ন হয়ে থাকে। কোন স্থানের অক্ষাংশ থেটা হলে,ঐ স্থানের দোলকের দোলনতলের পর্যায় কাল, T=(23hr56min)/sin থেটা
বিজ্ঞান জাদুঘরে অবস্থিত দোলকটির দোলনতলের পরিবর্তন লক্ষ্য করার জন্য দোলকের নিচে কৌণিক দূরত্ব সম্বলিত একটি রেখা চিত্র রাখা হয়েছে।

- In 1851, a French scientist Foucault demonstrated the pendulum of effective length of 61 metres and bob mass of about 27 kg. The pendulum was according to his name.
- It is nothing but a Simple pendulum , so all laws of simple pendulum are applicable.
- The specialty of this pendulum is that its effective length and mass of bob are high such that it can swing for long time and its period of oscillation is high for better observation.
- Due to diurnal motion , the plane of oscillation(The plane on which the pendulum oscillates) moves under a periodic motion. If no rotation of the earth , such behavior cannot be found or the pendulum always swings on same plane of oscillation. In such was, it gives clear proof of the earth’s rotation on her own axis.
- The periodic time of this motion varies from place to place on the earth surface . If theta be the latitude of any place; then periodic time for plane of oscillation, T=(23hr56min)/sin theata at that place.
- To observe the plane of oscillation of the pendulum at science museum , a line diagram of angular distances is kept under the pendulum.
সর্বশেষ খবর
পবিত্র রমজান মাস উপলক্ষ্যে শনি থেকে বুধবার সকাল ৯.০০টা থেকে বেলা ৩.৩০টা পর্যন্ত জাদুঘরের গ্যালারী খোলা থাকবে। বৃহস্পতি ও শুক্রবার সকল ধরণের প্রদর্শনী বন্ধ থাকবে। এছাড়া রমজান মাসে টেলিস্কোপ প্রদর্শনী বন্ধ থাকবে।
Array
(
[id] => 7940452d-2f6d-4e42-8f87-8afb3227ed08
[version] => 63
[active] => 1
[publish] => 1
[created] => 2015-01-25 15:58:17
[lastmodified] => 2024-11-03 13:26:54
[createdby] => 136
[lastmodifiedby] => 2598
[domain_id] => 6414
[office_id] =>
[menu_id] =>
[title_bn] => মহাপরিচালক
[title_en] => Director General
[body_bn] =>
[body_en] =>
[userpermissionsids] =>
[uploadpath] => e9005938-c62a-4cda-bdf2-fb21556182fc
[userip] => 127.0.0.1
[useragent] => Mozilla/5.0 (Windows NT 10.0; Win64; x64) AppleWebKit/537.36 (KHTML, like Gecko) Chrome/130.0.0.0 Safari/537.36
[usergeo] =>
[is_right_side_bar] => 1
[office_head_photo] => Array
(
[0] => Array
(
[name] => 2024-11-03-07-22-6b2a72f3355ff271bf2bf600fddeeab8.jpg
[caption_bn] => মহাপরিচালক
[caption_en] => Director General
[link] =>
)
)
[office_head_description] => মহাপরিচালক
[office_head_des_bn] => মুনীরা সুলতানা এনডিসি
মুনীরা সুলতানা এনডিসি, অনানুষ্ঠানিক বিজ্ঞান শিক্ষা কার্যক্রমের মাধ্যমে একটি বিজ্ঞানমনস্ক জাতি গঠনের লক্ষে ৩১ অক্টোবর, ২০২৪খ্রিঃ তারিখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারে যোগদানের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। তিনি বেশিরভাগ সময় বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে এবং মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যা বিভাগ থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। চাকরিতে কর্মরত অবস্থায় তিনি নর্দান ইউনিভার্সিটি, ঢাকা থেকে গভর্নেন্স স্টাডিজ বিষয়ে দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১৮ সালে ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ন্যাশনাল ডিফেন্স কোর্স সাফল্যের সাথে সম্পন্ন করেন।
চাকুরিরত অবস্থায় তিনি দেশে এবং বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কোর্স সাফল্যের সাথে সম্পন্ন করেন। একটি বিজ্ঞানমনস্ক জাতি গঠনে এবং সারা দেশে বিজ্ঞান ও প্রযুক্তির সুফল ছড়িয়ে দিতে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।
[office_head_des_en] => Munira Sultana ndc
Munira Sultana ndc, took charge as Director General of National Museum of Science and Technology on October 31, 2024 with the aim of building a science minded nation through informal science education programs.
She started her carrier in the Bangladesh Civil Service administration cadre in 1993. She served mostly in field administration and different ministries and directorate. She earned her degree of M.Sc. in Botany from the University of Dhaka. While in service, she earned a second Masters degree in Governance Studies from the Northern University, Dhaka. She completed the National Defense Course successfully in 2018 from National Defense College.
She acquired various professional training courses during her service period in home and abroad and keenly interested in building a science minded nation and spread the blessings of Science and Technology across the country.
[designation] =>
[designation_new_bn] => মহাপরিচালক
[designation_new_en] => Director General
[weight] => 0
)
=======================
কেন্দ্রীয় ই-সেবা
পথ নির্দেশিকা

হটলাইন

সামাজিক যোগাযোগ
জরুরি হেল্পলাইন নম্বর
