Wellcome to National Portal
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর দেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ জুন ২০২১

ফুকোর দোলক

 

   ১৮৫১ সালে ফরাসি বৈজ্ঞানিক ফুকো ৬১ মিটার দৈর্ঘ্যরে এবং প্রায় ২৭ কেজি ভরের ভর বিশিষ্ট এ ধরনের দোলক সর্বপ্রথম প্রদর্শন করেন বলে তাঁর নাম অনুসারে এ দোলকের নামকরণ করা হয়।

   এটি একটি সরল দোলক ছাড়া অন্য কিছু নয়, ফলে সরল দোলকের সকল সূত্রই এর উপর প্রযোজ্য।

   এ দোলকের বিশেষত্ব হলো এর কার্যকর দৈর্ঘ্য ও ববের ভর দুই অনেক বেশী, বিধায় এটি বাতাসের ঘর্ষণ অতিক্রম করে অনেকক্ষণ দুলতে পারে এবং এর দোলনকাল বেশী বলে পর্যবেক্ষণগত সুবিধাও পাওয়া যায়।

   আহ্নিকগতির প্রভাবে দোলকের দোলনতল  দোলকটি যে তলে দোলনরত থাকে) একটি পর্যায় গতিতে চলতে থাকে । পৃথিবীর আবর্তন না থাকলে দোলকের দোলনতলে এরূপ আচরণ পরিলক্ষিত হতো না, বলা যায় দোলকটি একই দোলনতলে থেকে দোলনরত থাকত। অর্থাৎ এটি পৃথিবীর নিজের অক্ষের উপর আবর্তনের সুস্পষ্ট প্রমাণের সাক্ষ্য রাখে।

   পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এ ধরনের দোলনতলের পর্যায় কাল ভিন্ন হয়ে থাকে। কোন স্থানের অক্ষাংশ থেটা হলে,ঐ স্থানের দোলকের দোলনতলের পর্যায় কাল, T=(23hr56min)/sin থেটা

   বিজ্ঞান জাদুঘরে অবস্থিত দোলকটির দোলনতলের পরিবর্তন লক্ষ্য করার জন্য দোলকের নিচে কৌণিক দূরত্ব সম্বলিত একটি  রেখা চিত্র রাখা হয়েছে।

  • In 1851, a French scientist Foucault demonstrated the pendulum of effective length of 61 metres and bob mass of about 27 kg. The pendulum  was according to his  name.
  • It is nothing but a Simple pendulum , so all laws of simple pendulum are applicable.
  • The specialty of this pendulum is that its effective length and mass of bob are high such that it can swing for long time and its period of oscillation is high for better observation.
  • Due to diurnal motion , the plane of oscillation(The plane on which the pendulum oscillates) moves under a periodic motion. If no rotation of the earth , such behavior cannot be found or the pendulum always swings on same plane of oscillation. In such was, it gives clear proof of the earth’s rotation on her own axis.
  • The periodic time of this motion varies from place to place on the earth surface . If theta be the latitude of any place; then periodic time for plane of oscillation, T=(23hr56min)/sin theata at that place.
  • To observe the plane of oscillation of the pendulum at science museum , a line diagram of angular distances is kept under the pendulum.