Wellcome to National Portal
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর দেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ মে ২০২২

জীবন ভেলা

এটা এক ধরনের চাকা বিশেষ। বাসের চাকার ভিতরে বাতাস ভর্তি যে টিউব থাকে তার উপরে মোটা কাপড় ও রঙের প্রলেপ দিয়ে এটি তৈরি করা হয়। ফলে ডুবন্ত কোন মানুষকে উদ্ধার করার জন্য এ চাকা ফেললে সে অনায়াসে এটা ভর করে বেঁচে থাকতে পারে। এটাকে বলা হয় ডুবন্ত মানুষের আশ্রয়দাতা। কিন্তু বাতাস ভর্তি টিউবের একটি সমস্যা আছে। কোন কারনে এটি ফুটো হয়ে বাতাস বেরিয়ে গেলে এটি অকেজো হয়ে যায়। তাই এখন গোলাকার শক্ত ফোমের উপর মোটা কাপড় পেচিয়ে এবং পুরু রং করে রিং তৈরি করা হয়। এগুলো যেমন হালকা তেমন টেকসই ও কার্যকর।

It is a closed loop circular tube containing air. In earlier days it was done by colouring on wrapped canvas over a air filled tube of bus wheel. A downing man can easily survive by supporting on it. But it has a great problem due to leakage as trapped air can escape from the tube. So th resolve the problem the air filled tube is manufactured by a rigid metallic frame. The object is coloured thickly for better performance (collected form Bangladesh Naval Force.