গ্রানাইট
গ্রানাইট এক ধরণের অগভীর পাথর যা পৃথিবীতে পাওয়া যায় কিন্তু সৌরজগতের অন্য কোথাও পাওয়া যায় না। এতে উপস্থিত খনিজ পদার্থের অনুপাত অনুযায়ী এর রং গোলাপী থেকে ধূসর বর্ণের হয়। ভূ-পৃষ্ঠের চাপ দ্বারা ম্যাগমা পাথরের স্তরের মধ্যে চাপ প্রাপ্ত হয়। ম্যাগমা ঠান্ডা হয়ে আস্তে আস্তে কঠিন পাথরে পরিনত হয় । গ্রানাইট এর মধ্যে বিভিন্ন খনিজ পদার্থ আছে। ম্যাগমা ঠান্ডা হলে খনিজ পদার্থগুলো স্ফটিকাকার ধারণ করে। গ্রানাইটকে কাটলে বা মসৃণ করলে খুব সহজেই এই স্ফটিকগুলো দেখা যায়। পৃথিবীতে গ্রানাইট হচ্ছে সাধারণ পাথর এবং ভ-ূত্বকের একটি বিরাট অংশ তৈরী করে। সাধারণত ভূ-ত্বকে মহাদেশীয় প্লেটে এটি পাওয়া যায়। যদিও এটি ভূ-পৃষ্ঠের নিচের গঠিত হয়। এছাড়া অস্বাভাবিক উপরিস্থ টেকটোনিক আন্দোলনের ফলেও এটি বিভিন্ন জায়গায় গঠিত হয়।
Granite
Granite is a kind of igneous rock found on Earth but nowhere else in the solar system. It is formed from hot, molten magma. Its color ranges from pink to grey, According to the proportions of its minerals. The magma is forced between other layers of rock by the pressure under the Earth’s surface. The magma cools and turns slowly into solid stone. Granite has many different type of minerals in it. As the magma cools, these minerals form crystals. The crystals can be seen easily if the granite is cut and polished. Granite is a common stone on Earth and makes up a big part of the crust . It is usually found in the continental plates of the earth’s crust. Although it forms under the surface of the Earth there are many places where it has been forced upwards by tectonic movement.