স্টার্ট বাটনটি চাপুন এবং কালো হাতলযুক্ত চশমাটি চোখের সামনে ধরে বিভিন্ন টিউবের আলো দেখুন।
ব্যাখ্যাঃ প্রদর্শনী বস্তুতে সংরক্ষিত পাঁচটি টিউবের মধ্যে পাঁচ প্রকারের গ্যাসীয় উপাদান রয়েছে। যেগুলোর নাম র্স্টাট বাটনের উপরে অবস্থিত পাঁচটি বাটনের কাছে লেখা রয়েছে। প্রত্যেক গ্যাসের বর্ণালী ধর্ম ভিন্ন বৈশিষ্ট্যমূলক হওয়ায় উপাদানগুলোকে সনাক্ত করা যায়। এ প্রক্রিয়া কাজে লাগিয়ে দূর নক্ষত্র কি পদার্থ দিয়ে তৈরি তা জানা যায়।
Press the start button and hold the glasses with black handles in front of your eyes to see the light of different tubes.
Explanation: There are five types of gaseous components in the five tubes stored in the display object. The names are written next to the five buttons above the start button. The components can be identified because the spectral properties of each gas are different. By using this process, it is known what material distant stars are made of.