সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ মে ২০২২
পাতক
কোন অপরিশুদ্ধ তরলকে তাপ প্রয়োগে বাষ্পে পরিণত করে তা শীতলায়নের মাধ্যমে পুনরায় বিশুদ্ধরূপে ইঙ্গিত তরলের ফিরে পাওয়াকে পাতন বলা হয়। এর জন্য দুটো বিশেষ সজ্জার প্রয়োজন। যন্ত্রের এক প্রান্তে বাষ্পায়নের জন্য তাপায়নের সজ্জা এবং অন্য প্রান্তে কন্ডেন্সেরের ব্যবহারে পূর্ববর্তী বাষ্পকে শীতলায়নের মাধ্যমে তরলীকরনের সজ্জা। কিন্তু তরলটি একটি মিশ্রণ হরে এর উপাংশসমূহের স্ফুটানাংকগুলো আলাদা হবে। তখন আংশিক কলাম নামে একটি বিশেষ যন্ত্র ব্যবহার করতে হয়। এই কলামে ভিতর দিয়ে প্রবাহের সময়ে এই কলামের ভিতর দিয়ে প্রবাহের সময়ে উচ্চতর স্ফুটানাংকের উপাদানসমূহ (সর্বনিন্ম স্ফূটানাংকের উপাদান ছাড়া ঘণীভূত হয়ে নীচে পূর্বাস্থানে নেমে আসে।) সবচেয়ে উদ্বায়ী উপাদানের বাষ্পায়ন শেষ না হওয়া প্রক্রিয়াটি চলতে আসে। বাষ্পায়নের জন্য কোন কিছু অবশেষ না হওয়া পর্যন্ত এভাবে প্রক্রিয়াটি পুনরাবৃত্ত হতে থাকবে। কলামের উপরে স্থাপিত থার্মোমিটারের সাহায্যে প্রক্রিয়াটির তাপমাত্রা রেকর্ড করা হয। তাপমাত্রা পর্যবেক্ষণের মাধ্যমে বুঝতে পারা যায় যে, কোন তরলের বাষ্প প্রবাহিত হচ্ছে একটি নির্দিষ্ট উপাদান পৃথকীকরণের সময়ে তাপমাত্রা স্থির থাকে কারণ বিশুদ্ধ পদার্থের স্ফুটানাংক ধ্রুব। পেট্টলিয়াম শিল্প উপাদানাবলী পৃথকীকরণের কাজে এ পদ্ধতি ব্যবহার করে। প্রদর্শিত পাতকটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থীদের শিক্ষাদান কাজে ব্যবহৃত হত। অকেজো হওয়ায় ১৯৮৪ সালে এটি বিজ্ঞান জাদুঘরের কাছে হস্তান্তরিত করা হয়েছিল।

The regaining of the expected purified liquid by cooling from its vapour of the previously transformed from a impure liquid by application of heat is named as distillation. For this, two special arrangements are needed. There are the arrangements to form vapour by heating on one end of the device and also the arrangements to form liquid from the previous vapour through cooling by using a condenser on other end. But if the lequid is a mexture and the boiling points of the components of the mixture are different. Then a special device named fractional column has to be used. the components having higher boiling points (execpt the component of lowest boiling point) go down back to previous place after condensation during flowing through the column. the process continues till the most volatile component is not finished to be vaporized. Then the component of the least boiling point of the remaining undergoes into the process at some elevated temperature. In this way, the process will be repeated until nothing to be vaporized. The thermometer placed at the top of the column records temperature of the process. Observing the temperature it can be reconnized the vapour of what liquid is flowing. For the separation of particular component, the temperature reading is constant as the boiling point of a pure substance is fixed. Petroleum industries use the technique to separate petrloeum constituents. The exhibited distiller was used for teaching towards the students of Department of chemistry of Dhaka University. In 1984, it was handed over to the Science Museum after being unworkable.
সর্বশেষ খবর
পবিত্র রমজান মাস উপলক্ষ্যে শনি থেকে বুধবার সকাল ৯.০০টা থেকে বেলা ৩.৩০টা পর্যন্ত জাদুঘরের গ্যালারী খোলা থাকবে। বৃহস্পতি ও শুক্রবার সকল ধরণের প্রদর্শনী বন্ধ থাকবে। এছাড়া রমজান মাসে টেলিস্কোপ প্রদর্শনী বন্ধ থাকবে।
Array
(
[id] => 7940452d-2f6d-4e42-8f87-8afb3227ed08
[version] => 63
[active] => 1
[publish] => 1
[created] => 2015-01-25 15:58:17
[lastmodified] => 2024-11-03 13:26:54
[createdby] => 136
[lastmodifiedby] => 2598
[domain_id] => 6414
[office_id] =>
[menu_id] =>
[title_bn] => মহাপরিচালক
[title_en] => Director General
[body_bn] =>
[body_en] =>
[userpermissionsids] =>
[uploadpath] => e9005938-c62a-4cda-bdf2-fb21556182fc
[userip] => 127.0.0.1
[useragent] => Mozilla/5.0 (Windows NT 10.0; Win64; x64) AppleWebKit/537.36 (KHTML, like Gecko) Chrome/130.0.0.0 Safari/537.36
[usergeo] =>
[is_right_side_bar] => 1
[office_head_photo] => Array
(
[0] => Array
(
[name] => 2024-11-03-07-22-6b2a72f3355ff271bf2bf600fddeeab8.jpg
[caption_bn] => মহাপরিচালক
[caption_en] => Director General
[link] =>
)
)
[office_head_description] => মহাপরিচালক
[office_head_des_bn] => মুনীরা সুলতানা এনডিসি
মুনীরা সুলতানা এনডিসি, অনানুষ্ঠানিক বিজ্ঞান শিক্ষা কার্যক্রমের মাধ্যমে একটি বিজ্ঞানমনস্ক জাতি গঠনের লক্ষে ৩১ অক্টোবর, ২০২৪খ্রিঃ তারিখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন ক্যাডারে যোগদানের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। তিনি বেশিরভাগ সময় বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে এবং মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যা বিভাগ থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। চাকরিতে কর্মরত অবস্থায় তিনি নর্দান ইউনিভার্সিটি, ঢাকা থেকে গভর্নেন্স স্টাডিজ বিষয়ে দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১৮ সালে ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ন্যাশনাল ডিফেন্স কোর্স সাফল্যের সাথে সম্পন্ন করেন।
চাকুরিরত অবস্থায় তিনি দেশে এবং বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কোর্স সাফল্যের সাথে সম্পন্ন করেন। একটি বিজ্ঞানমনস্ক জাতি গঠনে এবং সারা দেশে বিজ্ঞান ও প্রযুক্তির সুফল ছড়িয়ে দিতে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।
[office_head_des_en] => Munira Sultana ndc
Munira Sultana ndc, took charge as Director General of National Museum of Science and Technology on October 31, 2024 with the aim of building a science minded nation through informal science education programs.
She started her carrier in the Bangladesh Civil Service administration cadre in 1993. She served mostly in field administration and different ministries and directorate. She earned her degree of M.Sc. in Botany from the University of Dhaka. While in service, she earned a second Masters degree in Governance Studies from the Northern University, Dhaka. She completed the National Defense Course successfully in 2018 from National Defense College.
She acquired various professional training courses during her service period in home and abroad and keenly interested in building a science minded nation and spread the blessings of Science and Technology across the country.
[designation] =>
[designation_new_bn] => মহাপরিচালক
[designation_new_en] => Director General
[weight] => 0
)
=======================
কেন্দ্রীয় ই-সেবা
পথ নির্দেশিকা

হটলাইন

সামাজিক যোগাযোগ
জরুরি হেল্পলাইন নম্বর
