Wellcome to National Portal
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর দেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ জুন ২০২১

ক্যুরী স্থিরাঙ্ক

প্রদর্শনীবস্তুটির সামনের তড়িৎ কুণ্ডলীটি চৌম্বক পদার্থ দ্বারা নির্মিত । তাই স্বাভাবিক অবস্থায় ঝুলন্ত চুম্বকটি তাকে আকর্ষণ করে এবং তার গায়ে লেগে থাকে। সুইচটি টিপে রাখলেই দেখা যাবে কিছুক্ষণ পর কুণ্ডলীটি উত্তপ্ত হয়ে লোহিতবর্ণ ধারণ করছে এবং ঝুলন্ত চুম্বক দোল খেয়ে দূরে সরে গেছে।

কারণ : কুণ্ডলীটি লোহিত বর্ণের হয়ে পড়লে বা একটি নির্দিষ্ট উষ্ণতায় (ক্যুরীস্থিরাঙ্ক ) উত্তপ্ত হওয়ার পর চৌম্বক পদার্থের একটি গঠনগত পরিবর্তন ঘটে। ফলে এটি একটি অচৌম্বক পদার্থের মত আচরণ করতে থাকে এবং কুণ্ডলী ও চুম্বকটির মধ্যে আর কোন আকর্ষণ বল ক্রিয়া করে না।

যে তাপমাত্রায় পৌঁছালে একটি চৌম্বক পদার্থ তার চৌম্বকত্ব হারায় তাকে সেই পদার্থের ক্যুরীস্থিরাঙ্ক বলে। 

The hanging magnet sticks to the small   coil made of a magnetic material due to the force of attraction. Press the switch and observe that the magnet swings back as the coil becomes red hot. What happens to the force of attraction?

As the coil becomes red hot its material undergoes a structural   change and becomes non – magnetic. The magnet does not attract it anymore and swings back. The temperature at which this structural change   occurs for a magnetic material is called the   Curie point for that material


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon