Wellcome to National Portal
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর দেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd জুন ২০২২

মুদ্রণ যন্ত্র

বিদ্যমান স্ক্রু প্রেসের সহায়তায় ১৪৪০ সালে মহান রোম সম্রাজ্যে মুদ্রণ যন্ত্র উদ্ভাবণ করেন জার্মান জোহানস গুটেনবার্গ । তিনি পেশায় ছিলেন একজন স্বর্ণকার । তাস খেলার সুবিধার জন্য তিনি কাঠের টুকরায় ছবি খোদাই করে কালি মেখে কাগজে ছাপ দিয়ে তাস বানালেন। এরপর তিনি বড় বড় কাঠের ব্লকে মহাপুরুষের ছবি এবং সংক্ষিপ্ত জীবনী খোদাই করে কাগজের উপরে চাপ দিলেন। চমৎকার ছবি পাওয়া গেল। একদিন এক পাদ্রীরী তাকে উৎসাহিত করলেন বড় বড় মহামানবের জীবন কাহিনী চেপে জনগণের মধ্যে বিলি করতে। তাঁরই উৎসাহে গুটেনবার্গ “মহা জীবন কথা” ছাপলেন। এটাই পৃথিবীর প্রথম চাপার অক্ষরের বই । এরপর তিনি বাইবেল ছাপাতে মনস্থ করেন। অনেক ‍বুদ্ধি করে এবারে তিনি হাজার হাজার কাঠের অক্ষর বানালেন। অক্ষর গুলি সাজিয়ে অল্প কয়েক দিনের মধ্যেই তিনি পুরো বাইবেল ছেপে ফেললেন। ১৪৫০ সালে তিনি প্রথম ছাপা খানা খোললেন এবং ১৪৫৫ সারে প্রথম বই বাইবেল চাপা হয়। এরপর চাপাকানার উন্নতি হতে শুরু করে। ১৮২২ সালে বৃটেনের আর ডব্লিউ কোপ এসবিয়ন প্রেস তৈরি করেন। যার একটি সংকলন ঢাকা নগর জাদুঘরে রক্ষিত আছে। ১৮৯৩ সালে উক্ত যন্ত্রটির একটি উন্নত সংরক্ষণ বের করা হয় যা এখন বিজ্ঞান জাদুঘরে প্রদর্শীত হচ্ছে।

The printing press was inbventged in the Holy Roman Empire by the German Johannes Gutenberg around 1440; Gutenberg was a goldsmith by profession. For convenience of the playing cards, by engraving the pictures on woods and then colouring them he stamped them on paper to make cards. Later then he stamped the large wooden block by engraving the pictures and brief biograhpies of great men on paper and nice printings were found. Once a priest encouraged him to distribute the biograhpies of great men towards common people after printing.Due to the motivation, Gutenberg printed`story of Grat Men’ this was the first printed book in the world. The he decided to print the Bible. He made thousands of wooden letters by special techniques. He printed the whole Bible within few days by arranging the letters. In 1455 he opened first printing house and first book the Bible was printed. Then the printing houses were started to be developed. In 1822, RW cope Asbion manufactured the printing presses. One of them was preserved in Dhaka city Museum. In 1893 a developed edition was introduced, one of which is being demonstrated in science museum.   


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon