Wellcome to National Portal
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর দেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ জুন ২০২১

উর্ধ্বমুখী বৈদ্যুতিক আর্ক

প্রদর্শনীবস্তুটির সুইচ টিপে রাখলে দেখা যাবে পরিবাহী দন্ড দুটির মধ্যে তড়িৎক্ষরণের ফলে এক উর্ধ্বমুখী বৈদ্যুতিক আর্ক সৃষ্টি হচ্ছে এবং একটি নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত উঠার পর আর্কটি মিলে যাচ্ছে।

কারণ: দণ্ড দুইটি মধ্যে ২৫০০০ ভোল্ট বিভব পার্থক্য প্রযুক্ত হয়। দণ্ড দুইটির মধ্যে যেখানে দূরত্ব সবচেয়ে কম, সেই অঞ্চলের বাতাস আয়নিত হয়ে পড়ে এবং তড়িৎমোক্ষম শুরু হয়। প্রচন্ড উত্তপ্ত হয়ে ওঠা আয়নিত বায়ুস্তরটি স্বাভাবিক তাপীয় পরিচালনের প্রভাবে ক্রমশঃ উপরে উঠতে থাকে এবং তারই ফলে ক্রমান্বয়ে উপরের দিকে  তড়িৎ মোক্ষম চলতে থাকে। কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে যে, দণ্ডদুটির অভ্যন্তরীণ দূরত্ব ক্রমশঃ বাড়তে থাকায় তাদের মধ্যবর্তী বায়ুস্তরে বায়ুর পরিমাণও ক্রমশঃ বেড়ে যায়। অর্থাৎ ঐ অঞ্চলে বায়ুকে আয়নিত বা তড়িৎ পরিবহনের উপযোগী করে রাখতে আরও বেশি বিভব পার্থক্যের প্রয়োজন হয়। এখানে প্রযুক্ত বিভব যেহেতু বাড়ছে না, অতএব ঠিক যে অঞ্চলের বাতাসকে এই বিভব আর আয়নিত করতে পারে না বলে সেখানেই মিলিয়ে যায়। এটাই হল উর্ধ্বমুখী বৈদ্যুতিক আর্কের রহস্য। 

Press the switch and observe how the electric arcs moves up until it breaks at a point .The arc strikes across the narrowest part of the gap where insulation of air is broken by applying 25000 volts across the terminals. The arc is forced upwards by a combination of heating and electro-magnetic effects. Thus the arc takes an increasingly longer path until applied voltage becomes   in sufficient   to the arc.This phenomenon is observed in horn gap arresters to provide temporary earthing to protect electrical equipment from transient high voltages.

 


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon